স্বাস্থ্য

শরীর সুস্থ  রাখার উপায়


শরীর সুস্থ  রাখার উপায়   :

শরীর ভালো রাখতে হলে সবচেয়ে আগে স্বাস্থ ঠিক রাখা প্রয়াজন  শরীর এর যত্ন নেওয়া প্রয়াজন হয় ।  আর  শরীর  ভালো রাখার  কৈয়েকটি উপায় আছে

শরীর ভালো ও সুস্থ রাখার ৭ টি উপায়   :

  • সঠিক খাবার খাওয়া 
  • সবজি ও ফল খাওয়া 
  • পর্যাপ্ত পরিমান এ পানি পান করা 
  • যথেষ্ট পরিমান এ ঘুম ও বিশ্রাম নেওয়া 
  • প্রতিনিয়ত শরীরচর্চা বা ব্যায়াম  করা 
  • পর্যাপ্ত আলো  বাতাস গহন করা 
  • বেশি করে মন খুলে হাসা

 সঠিক খাবার খাওয়া :   আমাদের প্রতিনিয়ত খাবারের তালিকায় পুষ্টিকর খাবার ,উচ্চ ফাইবার , কম ফ্যাট যুক্ত খাবার খাওয়া উচিত   | দিনে ৫ টি ফল ও শাক -সবজি খাওয়া আর প্রতি সপ্তাহে ৩০  খাওয়া উচিত স্বাস্থ্যর  জন্য খুবই ভালো    |

  সবজি ও ফল খাওয়া   :    শাক – সবজি শরীর  রাখতে গরুত্বপূর্ণ ভুমিকা রাখে  । শরীর সুস্থ রাখতে  ঔষধ বা ব্যায়াম যতই করা হোক না কেন ভিটামিন ও পুষ্টির প্রয়োজন পরে তাই আমাদের শরীর এর জন্য শাক -সবজি , ফল খাওয়া উপকার বিশেষ করে প্রাকৃতিক ফল শাক-সবজি এতে প্রচুর পরিমানে ভিটামিন  ,স্নেহ  ,শর্করা থাকে তেমনই এতে শরীর  এর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে   ।    

  •   গরমে শরীর সুস্থ রাখতে সাহায্য করে     |
  • দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে   
  • শরীর এ বাড়তি ওজন কমাতে সাহায্য করে    ।
  • হারের জোর বৃদ্ধিতে সাহায্য করে   ।
  • ত্বক ভালো রাখতে সাহায্য করে      ।

  যথেষ্ট পরিমান এ ঘুম ও বিশ্রাম  নেওয়া   :   শরীর ও মন ভালো রাখতে ঘুমের সময়সূচি ঠিক রাখা খুব জরুরি  ।  প্রতিনিয়ত ৮ ঘন্টা  সময় ধরে ঘুমানো প্রয়াজন  । নিদির্ষ্ট সময় ধরে না ঘুমালে শরীর খারাপ , মাথা ব্যাথা  হতে পারে  । ঘুম শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখে  । ভালো ঘুম মেজাজ ও মন দুইটো ভালো রাখে  

  প্রতিনিয়ত শরীরচর্চা ও ব্যায়াম করা   :      নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যর জন্য গরুত্বপূর্ণ  । প্রতিনিয়ত ব্যায়াম করলে শরীর এর ওজন হ্রাস পাই ও শরীরকে সচল করে  । তাছাড়া ও হৃদরোগ  , স্ট্রোক এমনকি ক্যান্সার এর মতো গুরুতররোগ  ৫০% কমিয়ে এনে ৩০ % মৃত্যু ঝুঁকি কমায়   | সপ্তাহে ৫ দিন ৩০ মিনিট করে ব্যায়াম করলে বা হাঁটলে সুসাস্থ্য ধরে রাখা যাই  । ৮৫% শরীর ভালো রাখতে সাহায্য করে  । আর এইভাবে রোজ হাঁটলে শরীর  ও মন দুটোই ভালো থাকে  । ব্যায়াম করলে শরীর এর বাড়তি মেদ কমে যাই  । শরীর অসুস্থ হওয়ার হাত থেকে রক্ষা করে ।

পর্যাপ্ত আলো  বাতাস গ্রহণ করা  :     আলো ও বাতাস গ্রহণ এর ফলে মেজাজ ও মন ফুরফুরা থাকে  । মানসিক ও শারীরিক দিক থেকে সুস্থ বোধ হয়  ।

বেশি করে মন খুলে হাসা  : মানুষ মনের সাথে শরীরের গভীর সম্পর্ক রয়েছে  । মানুষ যত বেশি হাসিখুশি থাকতে পারবে , তার সুস্থতা ততো বেশি হবে  । কারণ মানুষের হাসিই মানুষএর মন ভালো রাখে  । সুখী থাকার সহজ উপায় হিসেবে বেশি করেই হাসা ভালো  । মন খুলে জোরে জোরে হাসলে হৃদয় ভালো থাকে  |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *