স্বাস্থ্য

হিমোগ্লোবিন কি ?  হিমোগ্লোবিন  এর লক্ষণ কি ? কি খেলে হিমোগ্লোবিম বাড়ে

হিমোগ্লোবিন কি ?

হিমোগ্লোবিন শরীরের  এটাকে প্রয়োজনীয় প্রোটিন্ যাকে মেটালোপ্রোটিন ও বলা হয়ে থাকে  । এটি শরীরের লোহিত রক্ত কণিকা ,  রক্তের উপাদান সচরাচর ভিন্ন রং এর হয় , তাই হিমোগ্লোবিন  শরীরের রক্তকে  লাল করে থাকে  |হিমোগ্লোবিন আমাদের দেহে দুই ধরনের প্রোটিন ভূমিকা রাখে  একটি হচ্ছে টারশিয়ারী আর অন্যটা হচ্ছে কোয়াটার্নারী । হিমোগ্লোবিন রক্তের মাঝে আলফা হেলিক্স নামের এক ধরনের অ্যামিনো এসিড  উৎপন্ন করে থাকে ।হিমোগ্লোবিন এটা গোটা দেহে অক্রািজেন বহন করে  |

হিমোগ্লোবিন মেয়েদের শরীর এ  রক্ত কমতির কারণে  মেয়েদের হিমোগ্লোবিন ঘাড়তি  বেশি হয়

হিমোগ্লোবিন  এর লক্ষণ কি ?

  • ত্বক ফ্যাকাশে দেখায় , ত্বক শুষ্ক দেখায় 
  •  চোখের নিচে ফ্যাকাশে দেখায়  
  • চুল ঝরে পরে ,  চুলের আগা ফেঁটে যায়   
  • মাথা ব্যাথা করে  , মাথা ঘোরায়   
  • নখ ভেঙ্গে যায়   
  • বুক ধরপড় করবে    
  • চোখে ঝাপসা লাগবে , চোখের ভেতরের অংশ সাদা হয়ে যায়  
  • অল্প কাজ করতে হাঁপিয়ে যাওয়া,  সামান্য কাজ করলেই ক্লান্ত লাগা

কি খেলে হিমোগ্লোবিন বাড়ে  ?

 আয়রণ এর অভাবে হিমোগ্লোবিন এর স্তর কমে যেতে পারে  আয়রন সমির্ধ খাবার    হলো : মুরগির লিভার ,ছাগল এর মাংস খেলে হিমোগ্লোবিন বাড়ে   |

যে ফল খেলে হিমোগ্লোবিনে এর মাত্রা ঠিক রাখে  :  ডিম  ,আপেল  , বেদেনা , তরমুজ , খেজুর  ,জলপাই , কিশমিশ , স্ট্রবেরি , পেয়ারা ,   হিমোগ্লোবিন এর মাত্রা ঠিক রাখে   |

 ছোলা  ,সয়াবিন , চিনা বাদাম  ,কাজু বাদাম , সবজি , ওটস , মিল্ক  ,ডিম এইগুলো খেলে হিমোগ্লোবিন বাড়ে আর শরীর ভালো রাখে   |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *